হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করলো ‘পিনিক’ কর্তৃপক্ষ

গত বছরের শেষ দিকে আদর আজাদ ও শবনম বুবলীর নতুন সিনেমা ‘পিনিক’- এর শুটিং শুরু হয়েছিল। কথা ছিল চলতি বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সে অনুযায়ী চলছিল প্রস্তুতি। কিন্ত হঠাৎই সিদ্ধান্ত পরিবর্তন করেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, ‘পিনিক’ ঈদে মুক্তি পাবে না। নতুন তারিখ এখনো নির্ধারিত হয়নি।

সিনেমার নির্মাতা জাহিদ জুয়েল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘পিনিকের’ গল্পে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স সবই রেখেছেন তিনি। অল্প কথায় পিনিককে মিস্ট্রি এবং মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার সিনেমা বলছেন তিনি।

জুয়েল বলেন, ‘প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্পের এই সিনেমার প্রায় সবগুলো চরিত্রই নেতিবাচক। চিত্রনাট্য দর্শকদের একটা ঘোরের জগতে নিয়ে যাবে।’

‘পিনিক’ ছবিতে বুবলী ও আজাদ ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, আজাদ আবুল কালাম, শিমুল খান, মোমেনা চৌধুরী, নবাগত নায়িকা কেয়া আল জান্নাহসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published.