হলিউড অভিনেত্রী পামেলার মর্মান্তিক মৃত্যু

জনপ্রিয় হলিউড অভিনেত্রী পামেলা বাখ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। ‘বেওয়াচ’ এবং ‘নাইট রাইডার’ ছবিতে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন এই নায়িকা।

নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ। তার মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে নিজেই মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন তিনি।

নিউইয়র্ক পোস্ট-এর রিপোর্ট অনুযায়ী, গত বুধবার হলিউড হিলসে নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয় পামেলার নিথর দেহ। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, পামেলাকে দীর্ঘক্ষণ ডেকে সাড়া পাচ্ছিলেন না কেউ। চিন্তিত পরিবারের সদস্যরা সাহায্য চেয়ে জরুরি সেবায় ফোন করলে রাত ১০টা নাগাদ তার বাড়িতে পৌঁছায় উদ্ধারকারী দল।

পামেলার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তার সাবেক স্বামী ডেভিড হ্যাসেলহফ। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, পামেলার মৃত্যুতে আমাদের পরিবার গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। ১৯৮৯ সালে হলিউড অভিনেতা ডেভিড হ্যাসেলহফকে বিয়ে করেন পামেলা। ২০০৬ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে দুই মেয়েকে নিয়ে একাই থাকতেন এই অভিনেত্রী।

পামেলা বাক ১৯৭০ সালে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published.