হলের ভেতরে বিজ্ঞাপন, মামলা করে ক্ষতিপূরণ পেলেন দর্শক

টাকা খরচ করে সিনেমা দেখতে গিয়ে হলের ভেতরে বিজ্ঞাপনের জ্বালায় অস্থির এক যুবক। রাগে-ক্ষোভে পিভিআর, ইনক্স কর্তৃপক্ষ এবং অনলাইন শো বুকিং সংস্থা বুক মাই শোর বিরুদ্ধে মামলা করেন ৩০ বছর বয়সী এম আর অভিষেক। বিষয়টি নিয়ে অনেকে হাসাহাসি করলেও আদালতের রায়ও যায় তার পক্ষে। শুধু তা-ই নয়, মানসিক যন্ত্রণার ক্ষতিপূরণ বাবদ তাকে ৬৫ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলেন আদালত।

ঘটনাটি দুই বছর আগের, কর্ণাটকের বেঙ্গালুরুর। জানা গেছে, ২০২৩ সালে ‘স্যাম বাহাদুর’ ছবিটি দেখতে বুক মাই শো থেকে তিনটি টিকিট বুক করেছিলেন অভিষেক। বিকেল ৪টা ৫ মিনিটে শো ছিল। কিন্তু শো শুরু হয় ২৫ মিনিট পর।

তিনি জানান, ২৫ মিনিট ধরে বিজ্ঞাপন দেখিয়ে সময় নষ্ট করা হয়েছে তার। মানসিক যন্ত্রণার মধ্যে গিয়ে যেতে হয়েছে তাকে।

অভিষেকের দাবি, সিনেমা দেখে বেরিয়ে কাজে বের হওয়ার কথা ছিল তার। সিনেমা শুরু হওয়ার আগে একের পর এক বিজ্ঞাপন, অন্য ছবির ট্রেলার চলতে থাকে।

প্রায় আধাঘণ্টা কেটে যায় সেখানেই। স্বভাবতই সিনেমা শেষ হতে আরও দেরি হয়ে যায়। ওই দিন আরো কাজ ছিল তার। কিন্তু সিনেমা হল থেকে বেরোতেই দেরি হয়ে যায়। ফলে প্রভূত ক্ষতির সম্মুখীন হতে হয়।

শুধু টাকা দিয়েও ক্ষতি পূরণ করা সম্ভব নয়। এর পরই মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ এবং টিকিট বুকিং সংস্থার বিরুদ্ধে মামলা করেন অভিষেক। একই সঙ্গে তাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগও তুলেছেন। তার মতে, দর্শকদের বোকা বানানো হয়েছে। ছবির সময় এক দেখিয়ে, মতামতের তোয়াক্কা না করে জোরপূর্বক বিজ্ঞাপন দেখানো হয়।

এরপর বিষয়টি ক্রেতা সুরক্ষা আদালতে ওঠে। সেখানে আদালত জানায়, সময়ের অবশ্যই মূল্য আছে। সে অনুযায়ী পিভিআর এবং ইনক্স-কে অসৎ উপায়ে ব্যবসার জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অভিযোগকারীর মানসিক যন্ত্রণা এবং অন্য খাতে আরো ১৫ হাজার রুপি দেওয়ার নির্দেশ আসে। একই সঙ্গে দুই মাল্টিপ্লেক্সকে ১ লাখ রুপি জরিমানা করেন। অন্যের সময় নষ্ট করে নিজে লাভবান হওয়ার অধিকার কারো নেই বলে জানান আদালত।

এই মামলায় মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, আইন অনুযায়ীই সচেতনতামূলক কিছু জিনিস দেখাতে হয় তাদের। সিনেমা দেখানোর আগে এবং মধ্যাহ্ন বিরতির সময় জনসচেতনতামূলক বার্তা দেখাতে সব মিলিয়ে ১০ মিনিট খরচ করা যেতে পারে বলে যদিও জানিয়েছেন আদালত। কিন্তু জরিমানা করা থেকে বিরত থাকেননি আদালত। ৩০ দিনের মধ্যে দুই সংস্থাকেই টাকা জমা দিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.