১৫ বছরের পরিবর্তনে আলোচনায় জোভান, ভাসছেন ভক্তদের প্রশংসায়

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তারকাদের পুরোনো ও বর্তমান ছবির তুলনা ভাইরাল হয়। তখন অনেক সময় ভক্তরাও অবাক হয়ে যান, তারকাখ্যাতি পাওয়ার আগে তারা কেমন সাধারণ ছিলেন। প্রশ্নও উঠে—সময়, খ্যাতি আর অর্থ কি একজন মানুষের রূপ-রূপান্তর ঘটাতে পারে?

এবার তেমনি আলোচনায় এসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। শুক্রবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেন তিনি। একটি ২০১০ সালের, অন্যটি ২০২৫ সালের।

১৫ বছরের ব্যবধানে এই দুটি ছবিতে জোভানের পরিবর্তন চোখে পড়ার মতো। ক্যাপশনে তিনি লেখেন, “তুমি কুৎসিত নও, তুমি কেবল দরিদ্র।”

ছবি ও ক্যাপশন দেখে অনেকেই অভিনেতার সঙ্গে একমত হয়েছেন। অনেকে আবার মন্তব্য করেছেন, পুরোনো জোভানের মধ্যেও একধরনের সৌন্দর্য ছিল। তবে এ নিয়ে আর কোনো মন্তব্য করতে দেখা যায়নি জোভানকে। ভক্তদের প্রতিক্রিয়া উপভোগ করেই যেন মগ্ন রয়েছেন তিনি।