১৫ বছর পর ফের একসঙ্গে বালাম-ন্যান্সি

কমন জেন্ডার ছবিতে সর্বশেষ একসঙ্গে প্লেব্যাক করেছিলেন গায়ক বালাম ও ন্যান্সি। সিনেমাটি মুক্তি পায় ২০১২ সালের ২২ জুন। সিনেমা মুক্তিরও কয়েক বছর আগে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন তারা। এরপর কেটে গেছে ১৫ বছর।

কোনো গানে একসঙ্গে প্লেব্যাক করা হয়নি এই দুই শিল্পীর। তবে মাঝে একটি এনজিওর সচেতনতামূলক ভিডিওতে কাজ হয়েছে তাদের। কিন্তু সিনেমা, নাটক কিংবা ওয়েব ফিল্মে দেখা যায়নি।

একসঙ্গে দেখা না গেলেও উভয় সিনেমার প্লেব্যাকে আলাদা আলাদা ব্যস্ততা রয়েছে।

সেই ব্যস্ততা এবার একসঙ্গে মিলল। নির্মাতা কাজল আরেফিন অমির ‘হাউ সুইট’ নামে একটি ওয়েব ফিল্মে প্লেব্যাক করেছেন তারা। গানটির শিরোনাম ‘মায়া মায়া লাগে’। আসিফ ইকবালের কথায় গানটির মিউজিক করেছেন আকাশ সেন।
গানটি প্রসঙ্গে ন্যান্সি বলেন, “বালাম ভাই তো দারুণ একজন গায়ক। আমরা সর্বশেষ কমন জেন্ডার সিনেমায় গেয়েছিলাম। মাঝে বালাম ভাই আর আমি একটি প্রতিষ্ঠানের হেপাটাইটিস বি’র সচেতনতামূলক ভিডিওতে কাজ করেছি।

কিন্তু আমি আর বালাম ভাই একসঙ্গে ওই রকমভাবে গান করা প্রায় দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় পর। যদিও গানটির ভয়েস দেওয়ার সময় আমাদের দেখা হয়নি।

আলাদা আলাদা ভয়েস নেওয়া হয়েছে। কিন্তু ভালো লাগছে দীর্ঘদিন পর ফের আমার আর বালাম ভাইয়ের একসঙ্গে গান আসায়। দারুণ রোমান্টিক একটি গান। আমার বিশ্বাস, গানটি দর্শকদের কাছে দারুণ পছন্দের হবে। ”

বালাম বলেন, “দীর্ঘদিন পর আমি আর ন্যান্সি একসঙ্গে প্লেব্যাক করলাম। ন্যান্সি তো অসাধারণ গায়। এবারের গানটিও দারুণ হয়েছে। পিওর রোমান্টিক একটি গান। দর্শক-শ্রোতাদের ভালো লাগবে। ”

‘হাউ সুইট’-এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অপূর্ব-ফারিণ। ‘মায়া মায়া লাগে’ তারাই পারফর্ম করেছেন। ফিল্মটিতে আরও অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল, আবদুল্লাহ রানা, এরফান মৃধা শিবলু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.