ট্রেলার মুক্তি পেলো অঞ্জন আইচের প্রথম সিনেমা ‘আগামীকাল’ এর । সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী সিনেমাটি ২৪ ডিসেম্বর সারা দেশে ৩০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
নির্মাতা অঞ্জন আইচ জানান ‘ঢাকার সব সিনেপ্লেক্সসহ এখন পর্যন্ত ৩০টি প্রেক্ষাগৃহ চূড়ান্ত হয়েছে। এর মধ্যে আরও কিছু পেক্ষাগৃহ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।’
আগামীকাল-এ অভিনয় করেছেন, চিত্রনায়ক ইমন, জাকিয়া বারী মম, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ ও টুটুল চৌধুরীসহ অনেকে।
