পাকিস্তানে দরদ’র প্রিভিউ প্রত্যাখ্যাত, যা বললেন পরিচালক

১৫ নভেম্বর দেশের ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ঢালিউডের সবচেয়ে বড় তারকা শাকিব খান ও বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী সোনাল চৌহানের সিনেমা ‘দরদ’।

ছবিতে আরও অভিনয় করেছেন ভারতের পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ প্রমুখ।

‘দরদ’ বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত রোমান্টিক সাইকো-থ্রিলার ছবি। সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অনন্য মামুন। সিনেমাটির প্রযোজক অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন।

দরদ শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান বা সর্বভারতীয় ছবি। তবে ছবিটি খোদ ভারতে মুক্তি পায়নি।

নতুন খবর হচ্ছে, প্রিভিউয়ের পর পাকিস্তানে ছবিটির মুক্তি প্রত্যাখ্যান করা হয়েছে।

পাকিস্তানে প্রায়ই বাংলাদেশের সিনেমা মুক্তি পায়। শাকিব খান অভিনীত ‘তুফান’ ছবিটিও পাকিস্তানের ৪৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

বাংলাদেশের ‘মোনা: জ্বীন-২’ পাকিস্তানের লাহোর, করাচি, ইসলামাবাদসহ কয়েকটি প্রদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। ‘দরদ’ পাকিস্তানে মুক্তির কথা শোনা গেলেও জানা গেল ভিন্ন এই খবর।

পাকিস্তানে ছবিটির প্রিভিউ প্রত্যাখ্যাত হওয়া প্রসঙ্গে গণমাধ্যমকে পরিচালক অনন্য মামুন বলেন, ‘কোনো কমিটি-টমিটি নেই। এক কোম্পানি না নিলে আরেক কোম্পানি নেবে।’

বাংলাদেশে মুক্তির প্রথম দিন মাল্টিপ্লেক্সে সর্বোচ্চ সংখ্যক টিকিট বিক্রি হয় ছবিটি, জানিয়েছিলেন পরিচালক।

শুরুতে একক পর্দার হলগুলোতেও দর্শক আগ্রহ লক্ষ্য করা গেছে। তবে দুদিন পর থেকে দর্শক কমতে থাকে ছবিটির।

Leave a Reply

Your email address will not be published.