হাসপাতালে ভর্তি হলেন প্রযোজক-পরিচালক ইকবাল

হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন প্রযোজক ও নির্মাতা মো. ইকবাল হোসেন জয়।

খবরটি নিশ্চিত করেছেন ইকবালপুত্র মোহাম্মদ সুনান।

তিনি বলেন, বেশ কয়েক দিন ধরে আব্বু অসুস্থ। জ্বর-ঠান্ডা কিছুতেই সারছে না। হঠাৎ করে গত রাতে অসুস্থ হয়ে পড়লে সোমবার (১৩ জানুয়ারি) সকালে বাবাকে হাসপাতালে ভর্তি করাই।

তিনি বলেন, ডাক্তাররা জানিয়েছেন গুরুতর কিছু হয়নি। সবাই বাবার জন্য দোয়া করবেন।

‘ভালোবাসলেই ঘর বাধা যায় না’, ‘পাসওয়ার্ড’, ‘বীর’সহ ৯টি চলচ্চিত্র প্রযোজনা করেছেন মো. ইকবাল। প্রযোজনার পাশাপাশি এসব সিনেমার নির্মাতাদের সঙ্গে থেকে নির্মাণ কাজও শিখেছেন তিনি। পরিচালক হিসেবে নাম লেখিয়েছেন ‘কিলহিম’ ছবি দিয়ে। এরপর ‘ডেডবডি’ ও ‘রিভেঞ্জ’ সিনেমা নির্মাণ করেছেন।

তার তত্ত্বাবধানে নির্মাণাধীন রয়েছে ‘বিট্রে’ ও ‘ডেস্ট্রয়’ নামের সিনেমা দুটি। চলতি বছর সিনেমাগুলোর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.