নতুন লুকে দেখা দিলেন সিয়াম

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম গত ১৭ নভেম্বর সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুকে ৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে নতুন রূপে দেখা গেছে তাকে।

কানে গোজা টেস্টার, মুখে বাবলগাম। কানে দুলও আছে। শুরুতেই দেখা যায় মই কাঁধে হেঁটে যাচ্ছেন। পরের দৃশ্যেই দেখা যায় কাজ করতে করতে বাবলগাম ফাটাতে।

ভিডিওর ক্যাপশনে এ তারকা লিখেছেন সামথিং ইজ কুকিং। অর্থাৎ, নতুন কোনো কাজ করছেন। ভিডিওতে লেখা আছে সিয়ামের মিশনটা কী?
 
অন্যদিকে ওইদিন রাতেই আরও একটি ৫ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে সিয়ামকে একটি ফাইল হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ক্যাপশনে লেখেন, ‘নতুন মিশনের জন্য প্রস্তুত তো?’ এছাড়া আগের ভিডিওর মতোই এটিতেও লেখা সিয়ামের মিশনটা কী?
ভিডিও দুটি দেখে বেশ কৌতূহলী হয়ে উঠেছেন নেটিজেনরা। তবে সিয়াম কোনো তথ্যই দেননি।
 
অভিনেতার নতুন গন্তব্য কী? ওটিটি নাকি সিনেমা, সে বিষয়ে কিছুই জানাননি অভিনেতা। তবে অনেকেই মন্তব্যের ঘরে শুভকামনা জানিয়েছেন তাকে।

Leave a Reply

Your email address will not be published.