আর কিছুদিন পর বসতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের এবারের আসরের অফিসিয়াল গান ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে। ইতোমধ্যে এটি ইউটিউবের ট্রেন্ডিংয়ের ছয় নম্বরে উঠে এসেছে।
আগামী ১৫ জুলাই মস্কোর লুজনিকি স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের ফাইনালে গানটি পরিবেশন করবেন তারা।
‘ইন্ডিপেন্ডেন্স ডে’ ও ‘মেন ইন ব্ল্যাক’ তারকা উইল স্মিথ অনেক বছর শুধুই অভিনয়ে মনোযোগী ছিলেন। সম্প্রতি তিনি গানে ফেরার আভাস দিয়েছিলেন। ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল গানের মাধ্যমে সংগীতে ফিরলেন ৫০ বছর বয়সী এই তারকা।
গানটির প্রযোজক হিসেবে আছেন আমেরিকান ডিজে ডিপ্লো। ফুটবলের মহাসম্মিলন শুরু হবে ১৪ জুন। অংশ নিবে ৩২টি দেশ।
ভিডিও