চলতি মাসের ১৭ জুন অর্থাৎ এবারের ঈদুল আজহায় সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খানের সিনেমা তুফান।
রায়হান রাফি পরিচালিত সিনেমাটি দেশের পর বিশ্বের ১৫টি দেশে মুক্তি পায ২৬ জুন।
পার্শ্ববর্তী দেশ ভারতে মুক্তি পাবে আগামী ৫ জুলাই।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি জানিয়েছেন প্রখ্যাত বলিউড ছবির ব্যবসা বিশ্লেষক তরন আদর্শ।
তার পোস্ট থেকে অনুমান করা যায়, ছবিটি পুরো ভারত জুড়েই মুক্তি পেতে যাচ্ছে। শোনা গেছে, ছবিটি হিন্দিতে ডাবিংও করা হয়েছে। এর আগে আরিফিন শুভ অভিনীত ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটি ভারতের পাঁচ শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছিল।
‘তুফান’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, নাবিলা, মিমি চক্রবর্তী ও চঞ্চল চৌধুরী। এছাড়া রয়েছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু।
এটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড, চরকি ও এসভিএফ।