বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) সংস্কারের দাবি তুলেছে মুক্ত শিল্পী সমাজ। আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় রামপুরায় অবস্থিত বিটিভির সামনে অবস্থান নেবেন তারা। আওয়ামী সরকারপন্থিদের প্রভাব থেকে রাষ্ট্রীয় এই টেলিভিশন চ্যানেল মুক্ত করার আহ্বান জানাবেন তারা।
মুক্ত শিল্পী সমাজের প্রতিনিধি ক্লোজআপ ওয়ান তারকা মুহিন খান বলেন, ‘এটা আমাদের অরাজনৈতিক একটি অবস্থান। গত ১৬ বছরে বিটিভিতে দলীয়করণের যে মহা উৎসব দেখা গেছে, তা থেকে পরিত্রাণ চাই আমরা। যোগ্যতা ও মেধার ভিত্তিতে সবাই যেন বিটিভিতে কাজের সুযোগ পান, আমরা সেটা চাই।’
বিটিভির সামনে অবস্থান প্রসঙ্গে ফেসবুক স্ট্যাটাসে মুহিন লিখেছেন, ‘স্বাধীনতার ৫৪ বছরেও সমাধান আসেনি। আমরা মিউজিক রেগুলেটরি কমিশনের অনুমোদন, শিল্পীদের (গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, সংগীত পরিচালক ও শব্দগ্রাহক) পেশা হিসেবে স্বীকৃতি, দলীয়করণমুক্ত, সরকারি প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি, সরকারি-বেসরকারি সব মাধ্যমে (টেলিভিশন চ্যানেল, রেডিও ও সব ডিজিটাল প্রচার সংক্রান্ত) শিল্পীসম্মানী বৃদ্ধি, রয়্যালটির অসম বণ্টন, অডিও-ভিডিও কোম্পানির একাধিপত্যসহ অনেক যৌক্তিক দাবি ও সমাধান তুলে ধরবো।’
মুহিন খানের সঙ্গে একাত্মতা পোষণ করেন বিভিন্ন প্রজন্মের আরও অনেক শিল্পী, সুরকার, গীতিকার, সংগীত পরিচালকরা।