বাণিজ্যিক ঘরানার সিনেমার সফল নির্মাতা বদিউল আলম খোকন। নতুন সিনেমার ঘোষণা দিলেন তিনি। খোকনের নতুন সিনেমার নাম ‘ভয়ংকর আয়নাঘর’। তার ক্যারিয়ারের বেশির ভাগ ছবিতে শাকিব খানসহ বড় তারকারা অভিনয় করলেও এবারের ছবিতে অভিনয় করবেন নতুনরা। এরই মধ্যে তাদের নিয়ে গ্রুমিংও শুরু করেছেন খোকন।
নির্মাতা খোকন গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী ১ নভেম্বর থেকে মা-মণি ফিল্ম প্রোডাকশনের প্রযোজনায় শুরু হবে ‘ভয়ংকর আয়নাঘর’ ছবিটির শুটিং। এ রকম একটা স্পর্শকাতর ইস্যু নিয়ে ছবি বানানোর জন্য তার টিম কতটা প্রস্তুত জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘অনেকদিন আগে থেকেই একটু একটু করে কাজ গুছিয়ে রেখেছিলাম। বলা যায় এটা আমাদের অনেক দিনের প্রজেক্ট। এখন গল্পটা বলার সময়। তাই ঘোষণা দিয়ে কাজ শুরু করলাম।’
আল জাজিরার তথ্যচিত্র ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ থেকেই প্রথম জানা যায় আয়নাঘরের কথা। সে প্রসঙ্গে খোকন বলেন, ‘সরকার পদত্যাগ করার পর আয়নাঘরের অমানবিক অত্যাচার পুরোপুরি জানতে পেরেছে মানুষ। কী ভয়ংকর নিষ্ঠুরতম ঘটনা। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সে জন্যই সিনেমার মাধ্যমে মানুষকে সচেতন করতে চাই।’
চিত্রনায়ক শাকিব খান আর নির্মাতা বদিউল আলম খোকন যেন এক অলিখিত জুটি। খোকনের সিনেমা মানেই অবধারিতভাবে সেটার নায়ক শাকিব খান। যেন অভিনেতা-নির্মাতার এক দারুণ মেলবন্ধন। ‘প্রিয়া আমার প্রিয়া’ থেকে ‘মাই নেম ইজ খান’, ‘রাজাবাবু দ্য পাওয়ার’ মিলে প্রায় ২৫টিরও বেশি ছবি উপহার দিয়েছেন এই জুটি।
এবারের ছবি কেন শাকিব খানকে ছাড়া নির্মাণ করতে যাচ্ছেন? এ প্রসঙ্গে নির্মাতা খোকন বলেন, ‘এই ছবিতে শাকিব থাকবে না। তাকে নিয়ে তো অনেক সিনেমা করেছি। দর্শক সাদরে সেসব গ্রহণও করেছে। এবার নতুনদের নিয়ে কাজ করতে চাই।’
করোনা মহামারির আগে শাকিবকে নিয়ে ‘আগুন’ নামে একটি সিনেমার শুটিং শুরু করেছিলেন খোকন। শাকিব খান ও জাহারা মিতু অভিনীত ছবিটির ৮০ শতাংশ কাজ শেষ হয়েছিল। করোনার কারণে ছবির বাকি কাজ আর এগোয়নি। পুনরায় ‘আগুন’ ছবির শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বর মাস থেকে ছবির বাকি কাজ শুরু হবে। জানা গেছে, ওই লটে ‘আগুন’ ছবির দুটি গান ও সামান্য কিছু দৃশ্যের শুটিং করা হবে। আগামী বছর কোনো একটি উৎসবে ছবিটি মুক্তি দেওয়া হবে।