‘৪২০’ নাটকের সেই হক চাচা আর নেই

গুরুতর অসুস্থ হয়ে গত কয়েক মাস ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন ছোটপর্দার গুণী অভিনেতা সৈয়দ গোলাম সারোয়ার ওরফে হক চাচা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোর ছয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

‘হক চাচা’ নামেই তিনি বেশি পরিচিত ছিলেন। কারণ গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ৪২০ নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল ‘হক চাচা’। এই নামেই তিনি পরিচিত পান। তারপর বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন প্রবীণ এই অভিনয়শিল্পী।

অভিনেতা সৈয়দ গোলাম সারোয়ারের ফেসবুকে একটি পোস্ট দিয়ে এমনটাই জানিয়েছেন তার পুত্র বাবু। এরআগে হক চাচার অসুস্থতার পর নিয়মিত তার শারীরিক অবস্থা অভিনেতার ফেসবুক থেকে জানাতেন বাবু।

হক চাচার জানাজা ও দাফন নিয়ে অভিনেতা মুসাফির সৈয়দ জানান, বৃহস্পতিবার আসর নামাজের পর হবে অভিনেতার নামাজে জানাজা। পরে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কবিতর পাড়া কবরস্থানে হবে দাফন।

এসময় জানানো হয়, ১৯৪৭ সালের ১৫ আগস্ট জন্ম গ্রহণ করেন সৈয়দ গোলাম সারোয়ার। ২০২৪ সালের ১৫ আগস্টেই মৃত্যু হল তার।

Leave a Reply

Your email address will not be published.