জুরি বোর্ড থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন ইলিয়াস কাঞ্চন

শক্তিমাণ অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অভিনয়ে দক্ষতার জন্য জীবনে পেয়েছেন বহু পুরস্কার, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ জুরি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। যেখানে জুরি বোর্ডের সদস্য হিসেবে ছিলেন ইলিয়াস কাঞ্চন। তবে হঠাৎ এ বোর্ড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, বর্তমানে তিনি বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত হয়েছেন। তাই এই পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যেখানে সময় দিতে পারবেন না সেই পদে না থেকে অন্যকে সুযোগ দেওয়াটাই এ অভিনেতার কাছে ভালো মনে হয়েছে।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডে অনেক সিনেমা জমা পড়ে রয়েছে, এতো কম সময়ের সিনেমা দেখে সেটার বিচার-বিশ্লেষণ করা সময় সাপেক্ষ বিষয়। তাই এই পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এর জুরি বোর্ড পুনর্গঠন করে গত ১৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপন দেয় সরকার। সেখানে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে নাম আসে অভিনেত্রী অপি করিম, সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সী, সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদের।

এছাড়াও জুরি বোর্ডে রাখা হয় চলচ্চিত্র নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশ, সাংবাদিক ওয়াহিদ সুজন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান এস এম ইমরান হোসেনকে।

Leave a Reply

Your email address will not be published.