ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লের ছবি ‘ত্রিভুজ’-এ অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। কাজটি করে বেশ খুশি তিনি। কিন্তু ছবির প্রচার-প্রচারণায়, পোস্টারে ততটা জায়গা তাকে দেওয়া হচ্ছে না, যতটা তার পাওয়ার কথা।
এ নিয়ে আক্ষেপ করে তিনি বলেন, ‘এত সুন্দর একটা কাজ মুক্তি পাচ্ছে, অথচ পোস্টারে কোথাও আমার ছবি দেখেছেন? কেন পোস্টারে আমার ছবি ব্যবহার করেনি? আমার কোনো ক্ষোভ নেই। তারা তাদের ব্যবসায়িক দিকটা দেখছে। আমাকে নিয়ে নেগেটিভ আলোচনা আছে, আমার ছবি থাকলে দর্শক ক্ষেপে যাবে, নেগেটিভ কমেন্ট করবে, এ জন্য পোস্টারে আমার ছবি দেয়নি।’
কেন এমন রকম হচ্ছে? এমন প্রশ্নের জবাবে দেশের শীর্ষস্থানীয় একটি অনলাইন গণমাধ্যমকে জয় বলেন, ‘ভীষণ ক্ষতি হচ্ছে। সমাজিকভাবে আমি এখন একজন ভিলেন। আমাকে সেভাবেই উপস্থাপনা করা হয়। এতে তো ক্ষতি হয়, নির্মাতা ও প্রযোজকরা এগুলো আমলে নেয়। তারা মনে করেন, ও ট্রল হচ্ছে, ও তো চিঠি লিখেছে, … খারাপ কাজে সঙ্গে যুক্ত!’
বিনোদন অঙ্গনে শুরুর দিনগুলো জয়ের জন্য ছিল ভীষণ সংগ্রামের। ধীরে ধীরে সেখানে জায়গা করে নিতে হয়েছে তাকে। একপর্যায়ে আবারও ধাক্কা খেতে হয়েছিল জয়কে। আবারও ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি। তবে এবারের ধাক্কাটা সামলে ওঠা তার জন্য বেশ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘যখন শোবিজে এসেছিলাম, সময়টা সহজ ছিল না। অনেক স্ট্রাগল করে আসতে হয়েছে। মাঝে আবারও সমস্যায় পড়েছি, আবারও স্ট্রাগল করতে হয়েছে। এখন যখন কাজ করছি, আবারও সমস্যা। এই সমস্যা সমাধান না হলে আমি হারিয়ে যাবো।’
সমস্যা থেকে কেন উঠতে পারছেন না? জবাবে তিনি বলেন, ‘আমি তো বলছি, আমি কোনো অন্যায় করিনি। যেটা করেছি, তার জন্য অনেক শাস্তি পেয়েছি। আমি কিন্তু শিল্পীদের ক্ষমা চাইতে বলেছি। আমি কোনো গ্রুপে ছিলাম না। আমি কী করেছি? একটা চিঠি লেখছি, সেও ১০ বছর আগে। সেটার জন্যও আমি দুঃখ প্রকাশ করেছি। স্বীকার করেছি যে, এটা চাটুকারিতার মধ্যে পরে। যতটা অন্যায় করেছি, সে জন্য লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী। তারপরও আমাকে সামাজিকভাবে ট্রল, নির্যাতন করা হচ্ছে। আল্লাহর কাছে ক্ষমা চাই। আমাকে যারা অন্যায়ভাবে, সামাজিকভাবে ট্রল, নির্যাতন করছেন, আল্লাহ তাদের হেদায়েত দান করুক।’
নিজের ভুল স্বীকার করে জয় বলেন, ‘আমার কারো প্রতি কোনো ক্ষোভ নেই। আমার কর্মে কোনো না কোনো ভুল ছিল, তাই মানুষ আমার প্রতি ক্ষ্রিপ্ত। এটা আমার একটা শাস্তি হতে পারে, আমি মেনে নিচ্ছি।’
গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে জয়ের একটি চিঠির ছবি ভাইরাল হয়। এতে পুরোনো বিতর্ক নতুন করে ছড়িয়ে পড়ার পাশাপাশি হাস্যরসেরও জন্ম দেয়। কড়া সমালোচনারও শিকার হন তিনি।
ওই চিঠিতে জয় লিখেছিলেন, ‘আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি। আমি জয়, বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক (টিভি ও চলচ্চিত্র)। আপনার দোয়ায় গত ১৭ বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে।’
‘আপনি অত্যন্ত দরদী এবং বাংলার মানুষের বিপদের বন্ধু। শুধু তাই নয়, গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ সাহসী ও জ্ঞানদীপ্ত আদর্শের ওপর বলীয়ান ছিলেন, তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে স্যালুট জানানোর অঙ্গীকার করিয়েছে। মা, আপনার নিকট একজন শিল্পীর আবেদন— আমার সমসাময়িক সব শিল্পীই পূর্বাচলে ১০ কাঠা, ৫ কাঠা প্লট পেয়েছে। আমি দেশের বাইরে শুটিংয়ে থাকার জন্য অ্যাপ্লাই করতেই পারিনি। পরে ঝিলমিলে অ্যাপ্লাই করলে লটারিতে তা পাইনি।’
তিনি লিখেন, ‘মা, পূর্বাচলে একটা জমি আমার স্বপ্ন- আমার সন্তানের ভবিষ্যৎ। আমি আপনার কাছে আবদার করলাম, আপনি আপনার এ সন্তানের আবদার ফেলে দেবেন না আমি জানি (ইনশাআল্লাহ)।’