মুক্তি পেল কুসুম শিকদারের পরিচালিত প্রথম ছবি ‘শরতের জবা’

অভিনয়ের পর এবার নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কুসুম শিকদার। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘শরতের জবা’ মুক্তি পেয়েছে শুক্রবার (১১ অক্টোবর)। 

নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প ‘শরতের জবা’। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন নানা সময়ে একেক প্রশ্নের জন্ম দেয়। জবা কি আসলেই খুনি? নাকি অদৃশ্য কোন শক্তি রয়েছে তার সঙ্গে?

এমন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে শরতের জবা। দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে দুর্গাপূজা উপলক্ষে শরতের জবা মুক্তি নিয়ে দ্বিধায় ছিলেন কুসুম শিকদার। শেষ পর্যন্ত ঝুঁকি থাকলেও পূজা উপলক্ষে মুক্তির সিদ্ধান্ত নেন তিনি।

প্রথম সপ্তাহের জন্য মাত্র দুটি মাল্টিপ্লেক্স মুক্তি পেয়েছে এটি। এরমধ্যে স্টার সিনেপ্লেক্স তাদের হলগুলোতে প্রতিদিন ১৬টি করে শো চালাবে। বসুন্ধরা, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সনি স্কয়ার এবং বালি আর্কিডে প্রতিদিন দেখা যাবে সিনেমাটি।

এরমধ্যে বসুন্ধরা সিটি, সনি স্কয়ার এবং বালি আর্কিডে প্রতিদিন রয়েছে সিনেমাটির চারটি করে শো। অন্যদিকে ঢাকার ব্লকবাস্টারে সিনেমাটি চলবে প্রতিদিন ৪টি করে শো।

সিনেমাটির চিত্রনাট্য ও প্রযোজনাও করেছেন কুসুম। কুসুম সিকদার ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু।

Leave a Reply

Your email address will not be published.