এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে যা বললেন এস ডি রুবেলের মেয়ে সুজানা

এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী এস ডি রুবেলের মেয়ে সুজানা অনুরাধা। এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড থেকে স্কলারশিপ পায় সুজানা।

সুজানা জানিয়েছে ছোটবেলা থেকেই তার অনুপ্রেরণা তার বাবা। রাস্তায় বের হলেই সবাই তার বাবাকে চেনে, ভক্তরা ভালোবাসা জানায়।

বড় হয়ে কী হতে চায় জানতে চাইলে সুজানা বলেন, ‘আমার মতে পেশাটা ঠিক এমনভাবে নির্ধারণ করতে হবে যেন অন্য মানুষের জীবনে প্রভাব ফেলা যায়। অন্যকে মোটিভেট করা যায়।’
ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার ইচ্ছা সুজানার। কণ্ঠশিল্পী বাবার তেমনটাই ইচ্ছা মেয়েকে নিয়ে।
সামাজিক কর্মকাণ্ড নিয়ে তিনি জানান, ‘আমার সবসময় সামাজিক কাজে নিয়োজিত থাকেন। প্রতিবছর বাবার জন্মদিনে বৃদ্ধাশ্রমে, এতিমখানায় সবাইকে খাওয়াই। বাড়িতে কোনো অনুষ্ঠান করা হয়। তাছাড়া রমজান মাসে গরীব বাচ্চাদের সাথে আমরা প্রতিবছর ইফতার করি।’

মায়ের প্রসঙ্গে সুজানা বলেন, ‘আমার জীবনে মায়ের অবদান সবচেয়ে বেশি। আমাদের দেখাশুনার দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করেন। আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না। ভোর ৪টায় মা আমাকে জাগিয়ে দেন। আমি তাদের কাছে অনেক বেশি গ্রেটফুল।’
২০১৮ সালে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এই গায়ক।
নব্বই দশকে গানের জগতে পা দেন এস ডি রুবেল। গান গাওয়ার পাশাপাশি একজন গীতিকার, সুরকার, অভিনেতা ও পরিচালক হিসেবে কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published.