জন্মদিনে যা বললেন মাহি

ঢাকাই সিনেমার তারকা অভিনেত্রী মাহিয়া মাহির জন্মদিন আজ। বিশেষ এই দিনটিতে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। তবে কটুকথাও শুনিয়েছেন কেউ কেউ।

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে  যাত্রা শুরু করেন তিনি। ক্যারিয়ারে অনেক সিনেমা উপহার দিয়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে, ‘পোড়ামন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘ভালোবাসা আজকাল’, ‘তবুও ভালোবাসি’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’, ‘দবির সাহেবের সংসার’, ‘দেশা দ্য লিডার’, ‘অগ্নি’, ‘অগ্নি-২’, ‘জান্নাত’।

জন্মদিন উদযাপন প্রসঙ্গে দেশের শীর্ষ স্থানীয় একটি জাতীয় দৈনিককে মাহি বলেন, ‘আমি আসলে কখনই জন্মদিন উদযাপন করি না। যেহেতু ফারিশ (মাহির ছেলে) আছে, তাই ওর সঙ্গে একটু সময় কাটাব। ওর সঙ্গে হয়তো একটু কেক কাটব। এ ছাড়া অন্য কোনো পরিকল্পনা নেই।’

বলা চলে অভিষেকেই বাজিমাত করেছিলেন এই অভিনেত্রী। ঢালিউড পেয়েছিল দারুণ সম্ভবনাময়ী এক অভিনয়শিল্পী। মাহির প্রথম সিনেমার ভূয়সী প্রশংসা করেছিলেন সবাই।  প্রযোজক- পরিবেশকেরা স্বপ্ন দেখেছিলেন মাহিকে নিয়ে, ভবিষ্যতে তিনি সেরা নায়িকা হবেন। কিন্তু স্বপ্নকে দুঃস্বপ্ন করে দিয়ে মাহি নাম লেখালেন রাজনীতিতে। সেখানেও তার ভরা ডুবি।

রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করেছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক ছিলেন অভিনেত্রী।

সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র চেয়েছিলেন। দল তাকে মনোনয়ন দেয়নি। স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে জিততে পারেননি।

রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে জানতে চাইলে মাহি বলেন, ‘এই মুহূর্তে রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না। এখন আমার পরিচয় শুধুই শিল্পী, আমি এখন শুধুই একজন অভিনেত্রী।’

রাজনীতির মাঠে গোল খেয়ে ফের অভিনিয়শিল্পী হিসাবেই নিজেকে দাবি করে আবারো কাজে ফিরতে চাইছেন এ অভিনেত্রী৷ যদি রাজনীতির ময়দানে জনগণকে আশ্বস্ত করেছিলেন তিনি আর অভিনয়ে ফিরবেন না এই বলে৷ সময়ের ব্যবধানে বার বার পরিবর্তন হচ্ছে মাহির বলা কথাও। তারপরও তরী বেয়ে পার খুঁজে পাচ্ছে না এ অভিনেত্রী৷

এক সময় অনেক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন মাহি। কিন্তু ফের অভিনয়ে ফিরতে চাইলেও কাজ পাচ্ছে না তিনি৷ তবুও আশা করছেন আগের অবস্থানে ফিরে যাবার।

মাহি বলেন, ‘বেশ কয়েকটা কাজ নিয়ে কথা চলছে। কোনোটাই চূড়ান্ত হয়নি। দেশের যে অবস্থা ছিল, তা একটু একটু করে উত্তরণের দিকে যাচ্ছে। আস্তে আস্তে সব কিছু স্থিতিশীল হচ্ছে। আশা করছি দ্রুত কাজ শুরু করতে পারব।’

Leave a Reply

Your email address will not be published.