এগুলো সিনেমাতে থাকলে মানুষের মনে থাকবে: রাফি

চব্বিশের গণ–অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র বানাবেন চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ একাডেমিক ভবনের ১৫০ নম্বর কক্ষে ‘বাংলাদেশের চলচ্চিত্রের সাম্প্রতিক গতিপ্রকৃতি এবং ভবিষ্যৎ’ নিয়ে এক আলোচনায় এই ঘোষণা দেন তিনি।

রাফী বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানের অনেক গল্প আমাদের সামনে এসেছে। এই জুলাই নিয়ে অনেক সিনেমা বানাতে হবে। আমি আমার জায়গা থেকে খুব চেষ্টা করব। খুব তাড়াতাড়িই হয়তো নির্মাণ করব।

তিনি আরও বলেন, ছবিটা মুগ্ধকে নিয়ে হোক বা পুরো ঘটনা নিয়ে হোক কিংবা শেখ হাসিনা পালিয়ে যাওয়া নিয়ে হোক। আমার তো সত্য ঘটনা বলতে ভালোই লাগে। এত এত টুইস্ট, এত এত গল্প এখানে, কেন বানাব না। এ ছাড়া এই যে আন্দোলন হলো, একটা সময় কিন্তু মানুষ ভুলে যাবে। কিন্তু এগুলো সিনেমাতে থাকলে মানুষের মনে থাকবে।

অনুষ্ঠানে তরুণদের উদ্দেশে রাফী বলেন, সিনেমার ভবিষ্যৎ আপনারাই (দর্শক)। আপনাদের মতো নতুন নতুন লেখক, নতুন নতুন নির্মাতার যখন সিনেমা বানাবে, তখন ভবিষ্যৎ পরিবর্তন হবে। আপনারা যদি আমাদের সিনেমা দেখেন, কথাবার্তা বলেন, লেখেন, তাহলেই আমাদের সিনেমা পরিবর্তন হবে। তা না হলে হবে না। যেমন আমরা এত দিন পলিটিকসে যেতাম না, পলিটিকস মানে ভালো না।

এ কারণে আমাদের এখানে ডার্টি পলিটিকস ঢুকে গেছে। সব ছাত্র যখন নেমে গেল, তখন কিন্তু নতুন করে আবার যাত্রা শুরু হয়ে গেল। সিনেমা ইন্ডাস্ট্রিও একই রকম। আপনারা কেন ভালো সিনেমা হচ্ছে না, কেন হল নেই, কেন ভালো ভালো সিনেমা দেখতে পাচ্ছি না। কারণ, কেউ সিনেমা ইন্ডাস্ট্রিতে যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published.