বাজেটের কারণে স্থগিত ‘লায়ন’, যা বললেন প্রযোজক

ঘোষণার মাস গড়াতেই স্থগিত হওয়ার খবর! ‘লায়ন’ নিয়ে এখন অনেকটাই হতাশ পরিচালক রায়হান রাফী ও অভিনেতা জিতের ভক্তরা। কারণ শোনা গিয়েছিল, সব ঠিক থাকলে চলতি বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরে ফ্লোরে যাবে ছবিটি। কিন্তু, গত কিছু দিন ধরে নতুন গুঞ্জন, কিছুই নাকি ঠিক নেই! বাজেটের কারণে স্থগিত ‘লায়ন’। তবে পশ্চিমবঙ্গের প্রযোজক শ্যামসুন্দর দে জানালেন ভিন্ন খবর।

সত্যটি জানাতে ভারতীয় গণমাধ্যমে মুখ খোলেন ছবিটির প্রযোজক শ্যামসুন্দর দে। বলেন, ‘একদম বাজে কথা। কেন ছবি বন্ধ হবে? প্রায় রোজ ছবি নিয়ে পরিচালক রায়হানের সঙ্গে কথা হচ্ছে। কথা হচ্ছে জিতের সঙ্গেও।’

তা হলে কেন এ রকম খবর ছড়াল? শ্যামসুন্দরের মতে, ‘ছবির জন্য একটা জাহাজ লাগবে। সেটি জোগাড় করা সময়সাপেক্ষ, ব্যয়সাপেক্ষও। ফলে দুই দেশের প্রযোজনা সংস্থা খুঁজে দেখছে, সস্তায় কোথায় জাহাজ পাওয়া যায়। তার জন্যই সময় লাগছে। তাই এ বছর নয়, আগামী বছরের গোড়ায় শুরু ছবির শ্যুটিং। সম্ভবত এই খবর থেকেই ছবি বন্ধ হয়ে যাওয়ার মতো ভিত্তিহীন গুঞ্জন রটেছে।’

তিনি আরও জানিয়েছেন, ‘ছবি বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি আরও রটেছে, ছবিতে নিশোও থাকছেন না। এরও ভুল ব্যাখ্যা হয়েছে।’

প্রযোজক জানিয়েছেন, প্রথমে ঠিক ছিল আগামী ঈদে ছবি মুক্তি পাবে। সেই অনুযায়ী শ্যুটিংয়ের যে সময় ঠিক করা হয়েছিল সেই সময় নিশোকে পাওয়া যাচ্ছিল না। কারণ, তার ছবিও ঈদে মুক্তি পাচ্ছে। নিশো ইচ্ছুক নন বলে ছবিতে রাজি হননি, এমন নয়। বরং অভিনয়ের তালিকায় যোগ হতে পারে আরও একটি নাম। তিনি শরিফুল রাজ।

দুই বাংলার প্রযোজক এবং পরিচালক তিন অভিনেতাকে বেছেছেন- চঞ্চল, নিশো, রাজ। যার দেওয়া সময়ের সঙ্গে শ্যুটিংয়ের সময় মিলবে তাকে এই ছবিতে দেখা যাবে। তবে এখনও নায়িকা নির্বাচন হয়নি।

ছবিটির কাজ শুরু হলেই রায়হান রাফীর ছবিতে প্রথমবারের মতো পা রাখবেন জিৎ। দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি হবে ‘লায়ন’।

Leave a Reply

Your email address will not be published.