ডিসেম্বরে আসছে সিনেমা ‘নয়া মানুষ’

বানভাসি মানুষের গল্পে নির্মিত সিনেমা ‘নয়া মানুষ’। চরের মেহনতী মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি।

সম্প্রতি সিনেমাটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করে নির্মাতা জানিয়েছেন আগামী ৬ ডিসেম্বর দেশজুড়ে ‘নয়া মানুষ’ মুক্তি পাবে।

নির্মাতা বলেন, নানান ঝামেলা পার করে অবশেষে সিনেমাটি মুক্তি দিতে পারছি। বিজয়ের মাসে দর্শকেরা উপভোগ করতে পারবেন।

নয়া মানুষ নিয়ে আমি বেশ আশাবাদী।২০২২ সালের অক্টোবরে দৃশ্যধারণের কাজ শুরু হয়েছিল। তখন ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে শুটিং সেট ভেঙেচুরে ধ্বংস হয়ে যায়, তাই বাধ্য হয়ে কাজ গুটিয়ে নিতে হয়েছিল। এরপর গত বছরের এপ্রিল মাস থেকে ফের শুটিংয়ের কাজ মাঠে গড়ায়, শেষ হয় চলতি বছরের এপ্রিলে।

আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে নির্মিত হয়েছে ‘নয়া মানুষ’। সিনেমাটি সবাইকে প্রেক্ষাগৃহে এসে দেখার আমন্ত্রণ জানিয়েছেন এই চিত্রনাট্যকার। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও মৌসুমী হামিদ।

মৌসুমী বলেন, চরের মধ্যে অনেক কষ্ট করে শুটিং করেছি।
প্রতিকূল পরিস্থিতিতে শুটিং করতে হয়েছে। চরের মধ্যেই থেকেছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে সব শ্রেণির দর্শকদের ভালো লাগবে।
দেশের অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ’র ব্যানারে নান্দনিক ফিল্মসের প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।

কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে এই সিনেমায় আরও অভিনয় করছেন আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী ঊষশীসহ আরো কয়েকজন।

Leave a Reply

Your email address will not be published.