শাকিবকে নিয়ে আবারও সিনেমা নির্মাণ করেছন রাফী

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে আবারও ছবি নির্মাণ করেছন বর্তমান সময়ের দর্শকপ্রিয় পরিচালক রায়হান রাফী। 

ছবিটির প্রযোজনা করছে আলফা আই-এসভিএফ বাংলাদেশ। জানা গেছে, সিনেমাটি অ্যাকশনধর্মী হবে।

ছবিটির নাম ‘তাণ্ডব’। এফডিসি পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন সুত্রে জানা গেছে, গতকাল শনিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে।

তিনি গণমাধ্যমকে বলেন, গতকাল শনিবার নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে, যেটির নাম ‘তাণ্ডব’। এটির পরিচালক রায়হান রাফী।

২০২৫ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে সিনেমাটির ঘোষণা আসার কথা রয়েছে। তবে এই বিষয়ে রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আপাতত মুখ খুলতে চাননি।

Leave a Reply

Your email address will not be published.