আপাতত এই নাটকে কাজ করছি না: ফারিয়া।

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অন্তরা চরিত্রে অভিনয় করেন ফারিয়া শাহরিন। দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মাতিয়ে রাখেন তিনি।

তবে তার ভক্ত-অনুরাগীদের জন্য মন খারাপের খবর হলো, নাটকটিতে আর দেখা যাবে না তাকে। আপাতত অভিনয় থেকে দূরে থাকার তথ্যটি ফেসবুকে এক স্ট্যাটাসে নিজেই জানিয়েছেন মিষ্টি হাসির এই অভিনেত্রী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ প্রসঙ্গে একটি স্ট্যাটাসে ফারিয়া জানান, আর নাটকে দেখা যাবে না অভিনেত্রীকে। ব্যক্তিগত জীবনে ব্যস্ত থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ফারিয়া ফেসবুকে লেখেন, ‘যারা মাঝখানে আমাকে ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন কাজের জন্য, সরি আমি কারও ফোন ধরতে পারিনি, মেসেজের রিপ্লাইও করতে পারিনি। কারণ, ওই ফোনটাই আমি অনেক দিন ইউজ করিনি। সো সবার রিপ্লাই একসঙ্গে দিচ্ছি, আপাতত এই নাটকে কাজ করছি না। কবে করব এটাও জানি না কিন্তু ভালো টিভিসি হলে করব। ধন্যবাদ।’

দীর্ঘ চার বছর প্রেমের পর গেল বছর মাহফুজ রায়ানকে বিয়ে করেন ফারিয়া। চলতি বছরের প্রথম সন্তানের মা হন অভিনেত্রী। মূলত এরপরই মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিতে থাকেন। এবার আনুষ্ঠানিকভাবে দিলেন অভিনয় থেকে বিরতির ঘোষণা। ধারণা করা হচ্ছে স্বামী, সন্তান ও সংসারে সময় দিতেই শোবিজকে আপাতত গুডবাই বললেন এই লাক্স তারকা।

Leave a Reply

Your email address will not be published.