স্বাগতার নতুন যাত্রা

ভক্তদের জন্য সুখবর দিলেন মডেল, অভিনেত্রী ও কণ্ঠশিল্পী জিনাত সানু স্বাগতা। জানালেন শিগগির নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি।

অভিনেত্রীর বাবা সংগীতজ্ঞ খোদা বক্স সানু। ১৯৮৬ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত আনন্দম সংগীতাঙ্গন নামের একটি স্কুল চালাতেন তিনি।

২০১৪ সালে ১৭ অক্টোবর তিনি মারা যাওয়ার পর স্কুলটি পুনরায় চালু করেন তার ছোট মেয়ে কণ্ঠশিল্পী সভ্যতা।

জানা গেছে, গানের পাশাপাশি স্কুলটিতে নতুন কয়েকটি বিভাগও যুক্ত করেছেন তিনি। করোনার সময়ও অনলাইলে স্কুলের কার্যক্রম চলেছে। এবার বড় আয়োজন এবং স্থায়ী ক্যাম্পাসে চালু হচ্ছে স্কুলটি।

এ প্রসঙ্গে গণমাধ্যমে স্বাগতা বলেন, স্কুলটা আমার ছোট বোন চালাতো। আমি আর আমার ভাই মাঝে মধ্যে ক্লাস নিতাম। এখন বড় পরিসরে শুরু করতে যাচ্ছি। জানুয়ারি মাসে নতুন পরিসরে ক্লাস শুরু হবে।

অভিনেত্রী আরও বলেন, স্কুলের নাম ও স্থান দুটোই বদলে যাচ্ছে। সিদ্ধেশ্বরীর স্কুলটি বারিধারার জে ব্লকে স্থায়ী ক্যাম্পাসে চলে যাচ্ছ। আনন্দম সংগীতাঙ্গন থেকে স্কুলটির নাম হয়ে যাচ্ছে আনন্দম ফাউন্ডেশন।

নতুন বছর, নতুন ক্যাম্পাস ও নতুন নামের স্কুলটিতে গানের পাশাপাশি শেখানো হবে সুরবাদ্যযন্ত্র, অভিনয়, নাচ ও যোগব্যায়াম। দক্ষ সেখানে শিক্ষকদের পাশাপাশি গান শেখাবেন স্বাগতাও।

Leave a Reply

Your email address will not be published.