উইল স্মিথ, এমিলি ব্লান্টের সঙ্গে ফ্রেমবন্দি মেহজাবীন

চলতি মাসের ৫ তারিখ থেকে সৌদি আরবের জেদ্দায় বসেছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ আসর। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ১২ দিনের এই আয়োজনে সৌদি আরবসহ বিভিন্ন দেশের সিনেমা স্থান পেয়েছে, যা চলচ্চিত্রপ্রেমীদের জন্য এক বিশাল আনন্দের উপলক্ষ।

এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘সাবা’। মা-মেয়ের সম্পর্কের গল্পের এ সিনেমাটি নির্মাণ করেছেন মাকসুদ হোসাইন। সেখানে গিয়ে মেহজাবীনকে হলিউড অভিনয়শিল্পীর সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গেছে।

আয়োজনের লাল গালিচায় ইতোমধ্যে আলো ছড়িয়েছেন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ তারকা ভিন ডিজেল, মিশেল রড্রিগেজ, অস্কারজয়ী আমেরিকান অভিনেতা উইল স্মিথ, অস্কারজয়ী মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো, অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্ট, অস্কারজয়ী আমেরিকান ফিল্মমেকার ও চিত্রনাট্যকার স্পাইক লি, বলিউডের আমির খান, কারিনা কাপুরসহ অনেকেই।

এদিকে, সামাজিক মাধ্যম ফেসবুকে মেহজাবীনের পোস্ট করা সেলফিতে চোখ আটকে যায় ভক্তদের। তাতে দেখা যায়, হলিউড তারকা উইল স্মিথ, ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টদের। তাদের সঙ্গে ফ্রেমবন্দি হন মেহজাবীন।

জানা গেছে, রোববার (৮ ডিসেম্বর) আয়োজনটির লাল গালিচায় হাঁটবেন বলিউডের রণবীর কাপুর এবং বাংলাদেশের মেহজাবীন চৌধুরী। এ দিনই তার সিনেমা প্রদর্শিত হবে এবং সিনেমা শেষে কনফারেন্স রুমে সময় দেবেন এই বাংলাদেশি তারকা।

Leave a Reply

Your email address will not be published.