শুটিং করার সময় আহত হয়েছেন হালের জনপ্রিয় তিন অভিনেতা। তারা হলেন জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ ও সাইদুর রহমান পাভেল।
জানা যায়, নির্মাতা কাজল আরেফিন অমি ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’র শুটিং করছিলেন রাজধানীর জিন্দা পার্কে। শুটিংয়ের এক পর্যায়ে তারা আহত হন।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে তাদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
ফেসবুক স্ট্যাটাসের মাধ্যেম অমি জানিয়েছেন, ‘এ আমাদের “হাউ সুইট”র একটি দৃশ্য শুটিংয়ের সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল, তাসনিয়া ফারিণ এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়। সাথে সাথে আমরা হাসপাতালে এলে ডাক্তার নিশ্চিত করেন পাভেল, ফারিণ এবং অপূর্ব ভাই এখন সম্পূর্ণ সুস্থ আছেন।’
তিনি আরও জানান, ‘আপাতত তারা হাসপাতালে ভর্তি আছেন। খুব দ্রুত আমরা আবার স্বাভাবিক কাজে ফিরতে পারব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’