তবুও লোকে ধরে নিয়েছিল আমি ভারতে আছি: জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে ওয়েব সিরিজ বানাচ্ছেন আশফাক নিপুন। ওয়েব সিরিজটির নাম ‘জিম্মি’।

গত মার্চ মাসে এই সিরিজের ঘোষণা দেওয়া হয়েছিল। পরে জয়া নিশ্চিত করেন যে, কাজটি নিয়ে কথাবার্তা চলছে।

জানা গেছে, চলতি সপ্তাহে সিরিজের শুটিং শুরু হচ্ছে।

জয়া বলেন, ‘সিরিজের কাজটা আরও আগে শুরু হওয়ার কথা ছিল। নানান কারণে সেটা করা যায়নি। তবে শিগগিরই শুটিং শুরু হচ্ছে আর এটাই হতে যাচ্ছে আমার প্রথম ওয়েব সিরিজ।’

সিরিজে স্বামীকে নিয়ে সংগ্রামী এক সরকারি নারী কর্মচারীর চরিত্রে দেখা যাবে জয়াকে। প্রায় দশ বছর ধরে যিনি একই পদে কাজ করে যাচ্ছেন। অফিসের স্টোররুমে একদিন একবাক্স টাকা পড়ে থাকতে দেখে থমকে যান তিনি। ঘটনায় তিনি দ্বিধায় পড়ে যান এবং লোভে পড়ে যান।

গত কয়েক বছর ধরে, জয়াকে বাংলাদেশের তুলনায় ভারতীয় সিনেমায় বেশি দেখা গেছে। অনেকেই মনে করেন, তিনি তার নিজের দেশের চেয়ে ভারতেই বেশি সময় ব্যয় করেন। সে প্রসঙ্গে অবশ্য অভিনেত্রী খোলাসা করেছেন। তিনি বলেছেন, কাজের জন্য যতটা সময় প্রয়োজন, ততদিনই তিনি ভারতে থাকেন। কাজ শেষে দ্রুত বাংলাদেশে ফিরে আসেন।

সে প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জয়া বলেন, ‘আমি মূলত শুটিংয়ের জন্য কলকাতায় যাই, যেমন অভিনয়শিল্পীরা আউটডোর শুটে যায়, সেরকম। আমার কলকাতায় কাজ থাকলে যাই, এবং একবার কাজ শেষ হলে আমি ঢাকায় ফিরে যাই। কিন্তু লোকে ভাবে, আমি বেশিরভাগ সময় সেখানেই থাকি। কিছু দিন আগে আমি সীতাকুণ্ডে শুটিং করছিলাম, তবুও লোকে ধরে নিয়েছিল আমি ভারতে আছি। অথচ সীতাকুণ্ডেই আমার সর্বশেষ শুটিং হয়।’

বাংলাদেশ ও ভারত দুই দেশেই মুক্তির অপেক্ষায় রয়েছে জয়ার বেশ কয়েকটি ছবি। শিগগিরই ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে জয়া অভিনীত ছবি ‘ওসিডি’।

Leave a Reply

Your email address will not be published.