নতুন বছরে আসছে সিনেমা ‘রিকশা গার্ল’

২০১৯ সালে কার্যক্রম শুরু হয় অমিতাভ রেজার সিনেমা ‘রিকশা গার্ল’-এর। পরবর্তীতে নির্মাণ সম্পন্ন হলে দেশ ও বিদেশের বেশ কয়েকটি উৎসবে এটি প্রশংসিত ও পুরস্কৃত হয়।

এবার নির্মাতা সিনেমাটি দেশের দর্শকের জন্য জানুয়ারি মাসে প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চলেছেন। এর আগে দেশে একাধিকবার সিনেমাটি মুক্তির তারিখ জানান তিনি। পরবর্তীতে অবশ্য মুক্তির মুখ দেখেনি।

অমিতাভ রেজা বললেন, ‘আমি সিনেমা নির্মাণ করি দর্শককে দেখানোর জন্য। এই সিনেমাটি ইতোমধ্যে দেশের বাইরে ব্যাপক প্রশংসিত হয়েছে।

এবার এটি দেশের মানুষকে দেখাতে চাই। সে জায়গা থেকে জানুয়ারিতে মুক্তির পরিকল্পনা করেছি। তারিখ এখনও ঠিক হয়নি। তবে সামনের বছর এটি প্রেক্ষাগৃহে আসবে এ বিষয়ে আমরা নিশ্চিত।’

নতুন বছরের কাজ নিয়ে এরই মধ্যে ব্যস্ত সময় পার করছেন অমিতাভ রেজা। করছেন নতুন একটি ওয়েব সিরিজ; যার শুটিংয়ে বর্তমানে ঢাকার বাইরে আছেন। ‘রিকশা গার্ল’ ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে নির্মাণ করা হয়েছে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। আরও আছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published.