বাংলা চলচ্চিত্রের শক্তিমান খল অভিনেতা মিশা সওদাগর। আটশ’র বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।
নব্বইয়ের দশকে খল অভিনেতা হিসেবে তার জনপ্রিয়তা ছিলো তুঙ্গে। বাংলা সিনেমায় একসময় অপরিহার্য হয়ে ওঠেছিলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই সোনালী দিনগুলোর কথাই শোনোলেন তিনি।
দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমের আয়োজনে এবং জনপ্রিয় পরিচালক ও প্রযোজক দেবাশীষ বিশ্বাসের উপস্থানায় ‘বিশ্বাসে মেলায় বন্ধু’ শীর্ষক এক সাক্ষাৎকার অনুষ্ঠানে হাজির হন তিনি। সাক্ষাতকারভিত্তিক ওই অনুষ্ঠানে দ্বিতীয় পর্বের অতিথি ছিলেন মিশা।
তিনি বলেন, ‘আমি ইয়াং অবস্থান ভিলেনের অভিনয় করে জনপ্রিয় হয়েছিল। তখন আমার কোনো বিকল্প নাই। এমন পরিস্থিতি হয়েছিল যে, মিশাকে লাগবেই। মানে অপরিহার্য মিশা।’