মা হারালেন নির্মাতা রাজ

মমতাময়ী মাকে হারালেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। রবিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে তিনটার দিকে রাজের মা আফিয়া খাতুন শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বার্ধক্যজনিত রোগে ভুগে গত ২৩ ডিসেম্বর রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন আফিয়া খাতুন। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।

জানা যায়, সোমবার (৩০ ডিসেম্বর) বাদ যোহর নরসিংদীর রায়পুরা থানার খলিলাবাদ নিজ গ্রামে রাজের মায়ের দাফন সম্পন্ন হবে৷ সকালেই সেখানে মরদেহ নেয়া হয়েছে।

মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন মোস্তফা কামাল রাজ। শোবিজের অনেক শিল্পী ও নির্মাতা শোকাহত হয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। রাজ তার মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published.