‘শর্ত দিয়েছিলাম, নাটকটি বানাতে হলে বারুদ বানাতে হবে’

প্রেমিকার ওপর জেদ করে এক উদ্ভ্রান্ত মেধাবী তরুণ সংসার গড়ে কুকুরের সঙ্গে। যেখানে রয়েছে কুকুরের প্রতি মানবিক প্রেম।

যে গল্পে তীব্র প্রেম আছে, আছে প্রেমের অপমান- সেটিই ক্যামেরাবন্দী করেছেন নির্মাতা সোহেল রাজ।

লুৎফর হাসানের গল্পে বরিশালের অচেনা এক নদীর তীরে ‘নিরুদ্দেশ’ শিরোনামের নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ছোট পর্দার তরুণ প্রজন্মের জনপ্রিয় মুখ পার্থ শেখ এবং আইশা খান।

‘নিরুদ্দেশ’ প্রসঙ্গে পার্থ শেখ বলেন, ‘খুবই ইন্টারেস্টিং গল্প। প্রথমবার এমন একটি চরিত্রে অভিনয় করেছি। আশা করি, কাজটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিবে।’

আইশা খান বলেন, ‘গত বছর ঠিক করে রেখেছিলাম, চলতি বছর নিরুদ্দেশ হয়ে যাবো। তাইতো সোহেল রাজ পরিচালিত ‘নিরুদ্দেশ’ নাটকের মাধ্যমে আপনাদের সামনে এসেছি।’
নির্মাতা সোহেল রাজ বলেন, ‘লুৎফর হাসান ভাই খুব যত্ন নিয়ে গল্পটি লিখেছেন। এ নাটকের অভিনয়শিল্পীরা দারুণভাবে নিজেদের প্রমাণ করেছেন। আশা করি, দারুণ কিছু দেখতে পাবেন।’

অন্যদিকে লুৎফর হাসান জানিয়েছেন, ‘সেভাবে নাটকের গল্প লেখা হয় না। সোহেল আমার অনেক আগের একটি গল্প খুঁজে বের করেছে। চলতি বাজারে গল্পটা নাটকের না, একান্ত পাঠকের। তাই সোহেলকে শর্ত দিয়েছিলাম, এই গল্পে নাটক বানাতে হলে বারুদ বানাতে হবে। সোহেল কথা রেখেছে। আশা করছি, নাটকটি দর্শকের পছন্দ হবে।’
নিরুদ্দেশ’ শিরোনামের নাটকটিতে তানজীব সারোয়ার এবং নাহিদ হাসানের কণ্ঠে দুটি গান আছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গানচিলের ব্যানারে প্রকাশ্যে এসেছে ‘নিরুদ্দেশ’।

Leave a Reply

Your email address will not be published.