‘কাবিলা’ আসছেন ‘খালিদ’ হয়ে

 

নতুন চরিত্রে পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ।

জানা গেছে, খালিদ হয়ে নাটকপ্রেমীদের মনে ঝড় তুলতে আসছেন তিনি। এই চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য শিখেছেন ফাইট, শিখতে হয়েছে নাচ। কেননা অ্যাকশন হিরো হিসেবে সিনেমাটিকভাবেই দেখা যাবে পলাশকে।

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে নাটক প্রসঙ্গে অভিনেতা বলেন, তানিম রহমান অংশুর নির্মাণে নতুন একটা ওয়েব ফিল্মে কাজ করলাম। চরিত্রের নাম খালিদ। সিনেমাটিতে অভিনয় করতে গিয়ে নিজেকে বদলেছি আমি। যারা আমাকে কাবিলা পলাশ হিসেবে চেনে, তারা আমাকে এখানে সেই চরিত্র কিংবা সেই টোন পাবে না।

পলাশ বলেন, এটি একটি সিনেম্যাটিক ড্রামা। যেখানে আমাকে দেখা যাবে অ্যাকশন হিরো হিসেবে। শুধু এই চরিত্রের ভেতর প্রবেশ করতে গিয়ে অনেকটা সময় নিয়েছি আমি। শিখতে হয়েছে ফাইট, শিখেছি নাচ।

তিনি আরও বলেন, ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিক দিয়ে যে জনপ্রিয়তা আমি পেয়েছি সেটাকে আমি কখনোই ক্যাশ করতে চাইনি। যখন অভিনয় শুরু করেছি, তখন চেয়েছি অভিনেতা হতে। অভিনেতা হতে গিয়ে আমি বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না।

পলাশ বলেন, ব্যাচেলর পয়েন্টের পরে আমি বছরে অন্তত ২০টা নাটক করতে পারতাম। পারতাম অনেক ধারাবাহিক করতে, কিন্তু আপনারা খেয়াল করবেন আমি কোনো ধারাবাহিক করিনি। আমাকে আবার ধারাবাহিকে দেখা যাবে ব্যাচেলর পয়েন্টেই।

অল্প সময়ের ক্যারিয়ারে অসংখ্য ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন পলাশ। বিশেষ করে, ব্যাচেলর পয়েন্টের ‘কাবিলা’ চরিত্রটি ভক্তদের এখনও মনে দাগ কেটে আছে।

Leave a Reply

Your email address will not be published.