বাবার জানাজা থেকে মনির খানের আইফোন চুরি

বাবার জানাজার নামাজে অংশ নিয়েছিলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। সেখান থেকে চুরি হয়ে গেছে তার আইফোন। বুধবার (২২ জানুয়ারি) ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর  গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিয়ে মনির খান তারকা সংবাকে বলেন, বাবার লাশ সামনে। সেই মুহূর্তে আমার ও ছেলের মোবাইল ফোন নিয়ে গেছে। এমন কাজ এ করলো জানি না।  বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। বাবাকে হারিয়ে আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত এ বিষয়ে আর কিছু বলতে চাই না।

গতকাল ঝিনাইদহের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে বিকেল ৪টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন মনির খানের বাবা মাহবুব আলী খান।

তিনি দীর্ঘ ছয় মাস অসুস্থতাজনিত কারণে বেড রেস্টে ছিলেন। মৃত্যুকালে জনপ্রিয় এই গায়কের বাবার বয়স হয়েছিল ১০১ বছর।

Leave a Reply

Your email address will not be published.