ঈদে আসছে পলাশের ‘খালিদ’

প্রথম সিনেমা ‘ন ডরাই’ দিয়েই বাজিমাত করেছিলেন নির্মাতা তানিম রহমান অংশু। চলচ্চিত্রটির জন্য দর্শকের বিপুল ভালোবাসার পাশাপাশি সমালোচকদেরও মন জিতেছিলেন তিনি। পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

এবার ঈদে দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছেন এই পরিচালক। যার নাম ‘খালিদ’। সম্প্রতি ফিকশনটির পোস্টার উন্মুক্ত করা হয়েছে। যেখানে সম্পূর্ণ নতুন এক অবতারে হাজির হয়েছেন সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ।

অংশু ও পলাশ ‘খালিদ’র পোস্টার সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করার পর এটি নিয়ে দর্শকের কৌতূহল এখন তুঙ্গে। যেখানে দেখা যাচ্ছে, শরীর দিয়ে ঘাম ঝরছে পলাশের। হাত দুটো বক্সারের আদলে। এ যেন সম্পূর্ণ এক নতুন পলাশের দেখা পেয়েছে ভক্তরা।

কাজটি প্রসঙ্গে তানিম রহমান অংশু বলেন, ‘নতুন ল্যাংগুয়েজের ফাইট দেখা যাবে এতে। যেখানে হ্যান্ড টু হ্যান্ড, পিঠ ফাইটিং এবং বক্সিং রয়েছে। যেগুলো বাংলাদেশের ফিকশনের ক্ষেত্রে একেবারে নতুন। আমরা অনেক সময় ও শ্রম দিয়ে কাজটি করেছি। দর্শক নতুন ব্যতিক্রম কিছু পেতে যাচ্ছে এটা বলতে পারি।’

গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি একজন বোহেমিয়ান বক্সারের গল্প। যা পুরোপুরি কাল্পনিক। জীবনের বিভিন্ন জটিলতায় যিনি বারবার আটকে যান।’

অন্যদিকে জিয়াউল হক পলাশ বলেন, ‘অংশু ভাই যেভাবে এই গল্পটি বুনেছেন, সেটা অবশ্যই ব্যতিক্রম। আমি সব সময় ব্যতিক্রমী গল্প ও চরিত্রে আগ্রহী। ঈদে দশটি কাজ করার চেয়ে দু-একটি ব্যতিক্রমী কাজই যথেষ্ট। তেমনই একটি কাজ এটি।’

গল্পের চরিত্র অনুযায়ী এতে রাখা হয়েছে একটি গান। যেটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োন করেছেন ই কে মজুমদার ইস্তি। আসন্ন ঈদে ইউটিউবে ক্লাব ইলেভেন চ্যানেলে মুক্তি পাবে ‘খালিদ’।

পলাশ ছাড়াও ‘খালিদ’-এ অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, তানিয়া আহমেদ, সাফা কবির, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.