‘কন্যা’ গানের জোয়ারে মেতেছেন যে চার তারকা

ঈদে মুক্তি প্রতিক্ষীত সিনেমার মধ্যে একটি ‘জ্বীন-থ্রি’। এটি ‘জ্বীন’ সিনেমার সিক্যুয়াল। প্রথম কিস্তিতে অভিনয় করেছেন নাটকের জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। সঙ্গে ছিলেন পূজা চেরী। দ্বিতীয় কিস্তিতে তাদের কাউকেই দেখা যায়নি। তৃতীয় কিস্তিতে সজল ফিরলেও অনুপস্থিত পূজা। তার জায়গায় এসেছেন নুসরাত ফারিয়া।

সম্প্রতি এ সিনেমার ‘কন্যা’ শিরোনামে একটি গান প্রকাশ হয়েছে। অন্য অন্যসিনেমাগুলোর যেসব গান প্রকাশ হয়েছে, তারমধ্যে ‘কন্যা’ এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে।

পূর্ণাঙ্গ উৎসবের গান হিসাবেই এটি নির্মিত হয়েছে। সঙ্গে রয়েছে বৈশাখের আমেজ। কারণ ঈদের দুই সপ্তাহ পরেই বাংলা নববর্ষ। আর তখনও ঈদের সিনেমাই চলবে প্রেক্ষাগৃহে। তাই এ গানটিও ঈদ ও বৈশাখী উৎসবে মাথায় রেখে নিমির্ত হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা কামরুজ্জামান রোমান।

গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়েজন করেছেন ইমরান মাহমুদুল। গেয়েছেন কণা ও ইমরান।

এরইমধ্যে গানটি প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা ও জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর’সহ অনেকেই ফেসবুকে তাদের নিজেদের ওয়ালে শেয়ার করেছেন।

এ গান প্রসঙ্গে কণা বলেন, ‘গত বছর শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম আমার দুষ্টু কোকিল গানটির প্রশংসা করেছিলেন, এবারনও কন্যার প্রশংসা করেছেন। এটাই অনেক বড় অর্জন বলে আমি মনেকরি।’

সজল বলেন, ‘কন্যার সাফল্যে আমি খুবই আশাবাদী সিনেমাও নিয়েও। দর্শকের প্রতি ভীষণ কৃতজ্ঞতা।’

নুসরাত ফারিয়া বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় কন্যার জোয়ার বইছে। সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ।’

ইমরান বলেন, ‘এই গান নিয়ে প্ল্যানটা সজল ভাইয়ের। গল্পটা শুনে একটা সময় কন্যা নামটা হুট করেই আমার মাথায় আসে। যে কারণে পরে সজল ভাইয়ের সঙ্গে শেয়ার করি এবং গীতিকারের সঙ্গে আলোচনা করেই এ গানের সুর ও সংগীতায়োজন করি।

আর এখনতো এই গান শ্রোতা দর্শকের এই সময়ের প্রিয় গান হয়ে উঠেছে। আমাদের সবার অনেক কষ্টের ফলেই কন্যার জোয়ার বইছে সবখানে।’

Leave a Reply

Your email address will not be published.