শাকিবের সঙ্গে পরপর দুই ছবিতে কাজ, নিজেকে ভাগ্যবতী মনে করেন ইধিকা

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পালের।

এ সিনেমার মাধ্যমে তিনি বাংলাদেশি দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। এরপর টালিউডেও ধীরে ধীরে সাফল্যের পথে এগিয়ে যান এই গুণী অভিনেত্রী।

চলতি ঈদুল ফিতরে আবারও শাকিব খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পান তিনি, মেহেদী হাসান পরিচালিত ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে। ঈদের সপ্তম দিনেও এই ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং পছন্দের শীর্ষে রয়েছে।

এক ভিডিও বার্তায় শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং বাংলাদেশের দর্শকদের ভালোবাসা নিয়ে কথা বলেন ইধিকা। তিনি বলেন, “আমার মনে হয়, ওনার মাঝে অনেকগুলো গুণ আছে যা মানুষকে মুগ্ধই না, অনুপ্রাণিতও করতে পারে। আমি ওনার কাছ থেকে শেখার চেষ্টা করি—তিনি এত বছর ইন্ডাস্ট্রির শীর্ষে থেকেও আজও সমানভাবে পরিশ্রম করে যাচ্ছেন। এটা সত্যিই অনুকরণীয়।”

শাকিব খানের সঙ্গে পরপর দুটি সিনেমায় কাজ করতে পারাকে সৌভাগ্য হিসেবে দেখছেন ইধিকা। তিনি বলেন, “‘বরবাদ’ ছবিতে কাজ করছি বলে শুধু না, আমার সিনেমায় অভিষেকই হয়েছে ওনার বিপরীতে। তাই নিজেকে খুবই ভাগ্যবান মনে করি।”

‘বরবাদ’ সিনেমায় শাকিব ও ইধিকার পাশাপাশি অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, মিশা সওদাগর, করভী মিজান ও যীশু সেনগুপ্ত।

Leave a Reply

Your email address will not be published.