যুক্তরাষ্ট্র ও কানাডার ২৮ শহরে মুক্তি পাচ্ছে নিশোর দাগি

শিহাব শাহীন পরিচালিত আলোচিত সিনেমা ‘দাগি’ দেশজয়ের পর এবার বিশ্বমঞ্চে সাড়া ফেলছে। অস্ট্রেলিয়ায় ১২ এপ্রিল মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

সিডনিতে প্রতিটি শো হাউসফুল যাচ্ছে, আর প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন—ছবির আবেগঘন মুহূর্তগুলোতে তাদের চোখে পানি এসেছে। অনেকেই সামাজিক মাধ্যমে ‘দাগি’র টিমকে ধন্যবাদ জানিয়ে ভালোবাসা প্রকাশ করছেন।

এই সফলতার ধারাবাহিকতায় এবার ‘দাগি’ মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে। ২৫ এপ্রিল থেকে নিউ ইয়র্কসহ উত্তর আমেরিকার ১৫টি শহরে একযোগে ছবিটি প্রদর্শিত হবে। এরপর ২ মে থেকে আরও ১৩টি শহরে মুক্তি পাবে ছবিটি। সবমিলিয়ে ২৮টি শহরে শতাধিক শো চলবে বলে জানিয়েছে পরিবেশনা প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিউ ইয়র্কের কিউ গার্ডেন সিনেমাসে ‘দাগি’র ২১টি বিশেষ শো চালানো হবে টানা সাতদিন।
২৫ এপ্রিল থেকে ছবিটি যেসব শহরে মুক্তি পাচ্ছে তার মধ্যে রয়েছে—বোস্টন, ডেট্রয়েট, সান ফ্রান্সিসকো, আটলান্টা, ডালাস, কানেকটিকাট, ফিনিক্স, শিকাগো, মিনিয়াপলিস, লস অ্যাঞ্জেলেস ও ওকলাহোমা সিটি।

২ মে থেকে আরও যেসব শহরে যোগ হচ্ছে সেগুলো হলো—ওয়েস্ট পাম বিচ, পোর্টল্যান্ড, সিয়াটল, অস্টিন, স্যাক্রামেন্টো, নিউ জার্সি, ভার্জিনিয়া, শার্লট, মিয়ামি, সান দিয়েগো প্রভৃতি।

বায়োস্কোপ ফিল্মস-এর কর্ণধার রাজ হামিদ ও নওশাবা রশিদ বলেন, “উত্তর আমেরিকার বাংলা সিনেমাপ্রেমী দর্শকরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাদের ভালোবাসার কারণেই আমরা এভাবে এগিয়ে যেতে পারছি। তাদের চাহিদার কথা মাথায় রেখেই ‘দাগি’ নিয়ে এসেছি। আমরা আশাবাদী, দর্শকরা ছবিটিকে সাদরে গ্রহণ করবেন।”

‘দাগি’তে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি আফরান নিশো ও তমা মির্জা। আরও আছেন তাসনিয়া ফারিণ, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেক তারকা শিল্পী।

চলচ্চিত্রটি প্রবাসে বাংলা সিনেমার সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিচ্ছে—এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

 

Leave a Reply

Your email address will not be published.