বিশেষ সম্মাননা পেলেন বুবলী

ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে শবনম বুবলী অভিনীত সিনেমা ‘জংলি’, যা দর্শক মহলে ইতোমধ্যে বেশ প্রশংসিত হয়েছে। এই সিনেমার মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন চিত্রনায়িকা বুবলী। এরই মাঝে তিনি পেয়েছেন এক বিশেষ সম্মাননা—‘আলোকিত নারী সম্মাননা স্মারক ২০২৫’।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ের লায়ন্স টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা বুবলীর হাতে তুলে দেন একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী দিলারা জামান। এমন একটি সম্মাননা পেয়ে আবেগাপ্লুত বুবলী বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

তিনি লেখেন, “পৃথিবীর সব নারীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা। কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পাওয়া সবসময়ই আনন্দের। এটি আমাকে আরও ভালো কাজের অনুপ্রেরণা জোগাবে। বিশেষ করে যখন সফল নারীদের সম্মানে এমন আয়োজন হয়, তখন তা আরও বেশি গর্বের ও আনন্দের।”

তিনি আরও বলেন, “এই সম্মাননাটি আমাদের জীবন্ত কিংবদন্তী দিলারা জামান ম্যামের হাত থেকে গ্রহণ করা—এটি সত্যিই এক অন্যরকম অনুভূতি।”

অভিনীত ‘জংলি’ সিনেমাটি নিয়ে বুবলী জানান, “প্রথম দিন থেকেই সিনেমাটি ভালোবাসা পাচ্ছে। পরিবারসহ সবাই সিনেমাটি উপভোগ করছেন—এটা একজন শিল্পী হিসেবে ভীষণ ভালোলাগার। আমি বিশ্বাস করি, এই ভালোলাগার রেশ থাকবে বহুদিন।”

এছাড়া খুব শিগগিরই বুবলীর প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশনস’ নতুন কাজ শুরু করতে যাচ্ছে। এদিকে তিনি সম্প্রতি তিব্বত লাক্সারি সোপ-এর বিজ্ঞাপনেও মডেল হয়েছেন, যা নির্মাণ করেছেন নির্মাতা সনক মিত্র।

বুবলীর এই সাফল্য ও স্বীকৃতি যেনো তার ক্যারিয়ারে নতুন দিগন্তের সূচনা করে—এমনটাই প্রত্যাশা ভক্ত-দর্শকদের।

Leave a Reply

Your email address will not be published.