মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ নিজের ব্যক্তিত্ব ও স্পষ্টভাষী মনোভাবের কারণে বাজে লোকজনের কাছ থেকে বাজে প্রস্তাব পান না বলে জানিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি এমন ঠোঁটকাটা যে, বাজে লোকেরা আমাকে বাজে মন্তব্য বা প্রস্তাব দিতে ভয় পায়।”
সুবাহ আরও বলেন, “আসলে মানুষ আমাকে ভয় পায় বলেই শ্রদ্ধাও করে। আমি চাই এমনটাই হোক—মানুষ ভয় পাক, শ্রদ্ধা করুক। এই জায়গা থেকে, এই ব্যক্তিত্ব নিয়ে যারা কাজ করাতে চাইবে করাবে, আর যারা চাইবে না, তাদের জন্য আল্লাহ হাফেজ।”
শুধু অভিনয় নয়, নিজের ফিটনেস নিয়েও বেশ সচেতন সুবাহ। জানান, “আগে অনেক ছিমছাম ও শুকনো ছিলাম। ইদানীং ডায়েট ঠিকমতো মেইনটেন করছি না, তাই হয়তো একটু হেলদি হয়ে গেছি।”
তবে আবারও রুটিনে ফিরছেন তিনি। তার ভাষায়, “আবার ডায়েট, জিম, ইয়োগা শুরু করেছি। একেবারে শুকনা হতে চাই না, মাঝারি গড়নের ফিগারেই থাকতে চাই।”
চাইলে এই রিপোর্টে আরও স্টাইল বা গ্ল্যামার অ্যাঙ্গেল যোগ করে দিতে পারি।
উল্লেখ্য, ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সুবাহ। রফিক শিকদার পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক শিপন মিত্র।
তিনি সিনেমার চেয়ে ব্যক্তিজীবন জীবন নিয়েই বরাবরই আলোচনায় এসেছেন। সাবেক ক্রিকেটার নাসিরের পর গায়ক ইলিয়াসের সঙ্গে সম্পর্কে জড়ান এবং বিয়ে করেন। কিন্তু সেই সম্পর্কও টেকসই হয়নি।