বিবাহবার্ষিকীতে খুশির খবর শেয়ার করলেন অমি

‘ব্যাচেলর পয়েন্ট’-খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন তিনি। এই খুশির খবরটি আনুষ্ঠানিকভাবে শেয়ার করেছেন নিজের বিবাহবার্ষিকীতে।

২২ এপ্রিল, মঙ্গলবার ছিল অমি ও তার স্ত্রীর বিবাহবার্ষিকী। এ উপলক্ষে স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি বিশেষ ছবি পোস্ট করেন তিনি। ছবিটিতে স্পষ্ট ছিল তার স্ত্রীর বেবি বাম্প। ক্যাপশনে লেখেন, ‘৯ বছর একসাথে’। এই পোস্টে এরই মধ্যে ৭১ হাজারেরও বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছার পাশাপাশি নতুন অতিথির আগমনের জন্য শুভ কামনা জানিয়েছেন।

এই আনন্দঘন মুহূর্তে নিজের অনুভূতি জানিয়ে অমি বলেন, “আলহামদুলিল্লাহ, একসঙ্গে ৯ বছর কাটিয়ে দিলাম। আমাদের একটি বেবি হবে। এখনো জানি না ছেলে হবে না মেয়ে, এমনকি জানার চেষ্টাও করিনি। আমি শুধু চাই, আমার সন্তান ও স্ত্রী সুস্থ থাকুক। সবার কাছে দোয়া চাচ্ছি।”

প্রথমবার বাবা হতে যাওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি আরও বলেন, “এখনো ঠিকভাবে বুঝে উঠতে পারছি না। সন্তানের জন্মের পর হয়তো আসল অনুভূতিটা বোঝা যাবে। তবে এখন একটা ভিন্ন রকম অনুভব হচ্ছে। স্ত্রীকে আগে কখনো এমনভাবে দেখিনি। আমার মনে হচ্ছে, আমাদের মধ্যে এক নতুন ধরনের মায়া গড়ে উঠছে।”

নতুন অতিথির অপেক্ষায় থাকা এই নির্মাতার জন্য শুভকামনা রইল।

Leave a Reply

Your email address will not be published.