‘বাংলা সিনেমা বিশ্ব দরবারে সম্মানের সঙ্গে স্থান পাক এটাই চাই’

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করছে শাকিব খান প্রযোজিত ও অভিনীত সিনেমা ‘বরবাদ’। দেশি-বিদেশি দর্শকদের উচ্ছ্বসিত সাড়া এবং প্রশংসায় সিনেমাটি পেয়েছে অসাধারণ জনপ্রিয়তা। এতে শুধু দেশের বাজারেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলা সিনেমার জন্য খুলে যাচ্ছে সম্ভাবনার নতুন দরজা।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে শাকিব খান জানান, ‘বরবাদ’ শুধুমাত্র বাংলাদেশে নয়, ইতালি, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে এবং সেখানেও ব্যাপক সাড়া ফেলেছে। রোমে একটি প্রেক্ষাগৃহে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস দেখে তিনি নিজেও অভিভূত হন।

তিনি বলেন, “আমি বিশ্বাস করতে পারছিলাম না, একটি বিদেশি হলে আমাদের সিনেমার জন্য এত ভালোবাসা। পার্শ্ববর্তী দেশের সিনেমাগুলো যেভাবে আন্তর্জাতিকভাবে সফল হয়েছে, আমরাও একদিন সেই জায়গায় পৌঁছাব।”

উত্তর আমেরিকায় তার প্রযোজনা প্রতিষ্ঠান SK Films এর মাধ্যমে ‘বরবাদ’ পরিবেশিত হয়েছে। আশ্চর্যের বিষয়, হলিউডের ব্লকবাস্টার সিনেমার পরও ‘বরবাদ’-এর শোগুলো ছিল সোল্ড আউট। দর্শকদের ব্যাপক চাহিদার কারণে অনেক হলে বাড়ানো হয়েছে অতিরিক্ত শো।

চলচ্চিত্রকে পেশার বাইরেও একটি নেশা হিসেবে দেখেন শাকিব খান। তার ভাষায়, “আমার স্বপ্ন ছিল সিনেমায় অভিনয় করার, এখন তা নেশায় পরিণত হয়েছে। আমি চাই, বাংলা সিনেমা বিশ্ব দরবারে সম্মানের সঙ্গে স্থান পাক।”

‘বরবাদ’-এর এই সাফল্য নিঃসন্দেহে প্রমাণ করে যে, ভালো গল্প, মানসম্পন্ন নির্মাণ ও প্রভাবশালী অভিনয়ের সমন্বয়ে বাংলা সিনেমা আন্তর্জাতিক পর্যায়ে জায়গা করে নিতে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published.