হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ হাইকোর্টের

পূরণ হচ্ছে হিরো আলমের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে। তার মনোনয়নপত্র নির্বাচন কমিশনকে গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার ১০ ডিসেম্বর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ আদেশ দেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) জাতীয় পার্টির  মনোনয়নপত্র তুলে আলোচনার জন্ম দেন হিরো আলম। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন। কিন্তু রিটার্নিং অফিসার ২ ডিসেম্বর তার মনোনয়নপত্র বাতিল করে দেন। এরপর নির্বাচন কমিশনও তার আপিল বাতিল করে দেয় ৬ ডিসেম্বর। এর সবই হয়েছে ১০ জন ভোটারের স্বাক্ষর গরমিলের কারণে ।

গতকাল রবিবার ৯ ডিসেম্বর প্রার্থীতা ফেরত পেতে হাইকোর্টে রিট করেন হিরো আলম। তার পক্ষে অ্যাডভোকেট কাওছার আলী শুনানি করেন।

এর আগে ইসির আপিল বিভাগে মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ার পর হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘আজকে এখানে যারা স্বতন্ত্র প্রার্থী তাদের সবাইকে বাদ দেয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন না দেয়ার কারণ আমি মনে করি, ষড়যন্ত্র। আর এসব কিছু রাজনৈতিক চালে চলছে। আমি এখন হাইকোর্টে আপিল করবো, আমি এর শেষ দেখে নেব। রাজনীতির মাঠ থেকে চলে যাওয়ার হিরো আলম আমি না।’

 

Leave a Reply

Your email address will not be published.