রায়হান রাফী তার চতুর্থ ছবি ‘ইত্তেফাক’-এর শুটিং করছেন সিলেটে। সেখানকার ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে একটি দৃশ্যে অংশ নিয়েছেন ছবির প্রধান অভিনেতা সিয়াম আহমেদ। তবে তা কোন নাচ-গানের দৃশ্য নয়, সেটি একটি নামাজের দৃশ্য।
পরিচালক রাফি জানালেন, সিয়াম দৃশ্যটির জন্য সত্যি সত্যি নামাজ পড়েছেন।
রাফি আরও জানান, ‘ইত্তেফাক’-এ সিয়ামের চরিত্রের নাম নূর। সে একজন বেকার ছেলে। শখের বসে গান-কবিতা লিখে। কিন্তু নানান কারণে সে হতাশার সাগরে ডুবে যায়। তখন সে সিদ্ধান্ত নেয় স্রষ্টার কাছে নিজেকে সমপর্ণের।
ছবিটিতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করছেন মিম। আরও আছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ফখরুল বাশার প্রমুখ।
‘ইত্তেফাক’-এর চিত্রনাট্য করেছেন শা্হজাহান সৌরভ। প্রযোজনা করছে এমবি ফিল্মস। সিলেটে শুটিং চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এরপর ঢাকায় শুটিং হবে।
এদিকে রাফি জানালেন, তার পঞ্চম ছবি ‘স্বপ্নবাজী’র শুটিং শুরু হবে আগামী জানুয়ারীতে।