‘মেঘদল’ ব্যান্ডের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ

 

ইউটিউবে মেঘদল ব্যান্ডের ‘ওম’ গান শুনে ধর্ম অবমাননার অভিযোগ এনে মামলা করেছেন ইমরুল হাসান নামের এক আইনজীবী। তদন্ত শেষে আগামী ১ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

‘ওম’ গানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিকে বিকৃতভাবে ব্যবহার করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে । মামলা দায়ের করা আইনজীবী জানান ‘হজের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিকে নিষিদ্ধ বাদ্য বাজনা তথা আধুনিক মিউজিক ইন্সট্রুমেন্ট দিয়ে বিকৃত সুরে গান আকারে বিকৃতাকারে অশ্রদ্ধার সঙ্গে উদ্দেশ্যমূলকভাবে মাতালের ন্যায় গাওয়া হয়েছে। ‘

উল্লেখ্য যে, মামলা দায়ের করার পূর্বে ইমরুল হাসান মেঘদল ব্যান্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হন ।

Leave a Reply

Your email address will not be published.