বছরের শেষ দিন মুক্তি পেয়েছিলো ‘চিরঞ্জীব মুজিব’ । সিনেমাটি নির্মিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে। এ ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। সিনেমাটি এখন পর্যন্ত শুধু বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে মুক্তি দেয়া হয়েছে ।
এই সিনেমার জন্য প্রধানমন্ত্রী নিজেই আহমেদ রুবেলকে সিলেক্ট করেছেন বলে জানান রুবেল । এমন কি ফজিলাতুন্নেছা রেণুর চরিত্রেও অন্য একজনের অভিনয়ের কথা ছিল। বঙ্গবন্ধুকন্যা পরে পূর্ণিমাকে নির্বাচন করেন।
সিনেমা নিয়ে দর্শকের প্রতিক্রিয়া প্রসঙ্গে রুবেল জানান ‘সবাই বঙ্গবন্ধুর চরিত্রে আমার অভিনয়ের প্রশংসা করছেন, এটা বড় পাওয়া। মুক্তির দিন থেকেই হলে প্রচুর দর্শক আসছেন, প্রতিটি শোতে শত শত শিক্ষার্থী আসছেন। যাঁরা ৩০-৪০ বছর ধরে সিনেমা হলে আসেননি, সেই প্রবীণেরাও সিনেমা হলে এসে ছবিটি দেখছেন। এতেই বোঝা যায়, ছবিটি দর্শকের প্রত্যাশা পূরণ করতে পেরেছে।’
সেই সাথে আহমেদ রুবেল জানিয়েছেন চরিত্রের ধরন বুঝে বেছে বেছে অভিনয় করেন তিনি । বৈচিত্র্যময় চরিত্র ছাড়া কাজ করেন না। একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করার অভ্যাস নেই । ‘চিরঞ্জীব মুজিব’এর মতন আগামীতে এমন ভিন্ন চরিত্রে দর্শক তাকে দেখতে পাবেন ।