কাজী আনোয়ার হোসেনের কালজয়ী ‘মাসুদ রানা’ সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা । বইয়ের সোহান নামের চরিত্রটি ফুটিয়ে তুলতে পূজার চেরী শিখছেন জিমন্যাস্টিকের কষ্টসাধ্য শারীরিক বিদ্যা।
পূজা জানান,অনেক কষ্টের খেলা জিমন্যাস্টিক। বেশ সাবধানে খেলতে হয়। একটু এদিক সেদিক হলেই ছিঁড়ে যেতে পারে হাত-পায়ের রগ। হতে পারে মৃত্যুও। শরীর ফ্লেক্সিবল না হলে এই খেলা সম্ভব নয়। সবচেয়ে বড় কথা, সারা বছরই অনুশীলনের মধ্যে থাকতে হয়।’
জানা গেছে, সাভারে বিকেএসপিতে জিমন্যাস্টিকে প্রশিক্ষণ নিচ্ছেন পূজা। সেখানেই হচ্ছে সিনেমার শুটিং। কয়েকজন জিমন্যাস্টিক প্রশিক্ষকের তত্ত্বাবধানে ও সহযোগিতায় শুটিং করে যাচ্ছেন তিনি।
উল্লেখ যে,ছবির শুটিং এখন শেষ পর্যায়ে বলে জানা গেছে। আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে ।