এর আগেও দেশের বাহিরে বহু প্রেক্ষাগৃহে ঢালিউডের সিনেমা মুক্তি পেলেও, গিয়াসউদ্দিন সেলিমের ‘পাপ পুণ্য’ স্পর্শ করেছে নতুন এক মাইলফলক । একসঙ্গে আন্তর্জাতিক ১০০‘র বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দেশের সিনেমা ‘পাপ পুণ্য’। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত এই সিনেমা আগামী ২০ মে (সম্ভাব্য) বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কানাডার শতাধিক হলে মুক্তি পাবে। খবরটি নিশ্চিত করেছে এর আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো।
বিদেশী প্রেক্ষাগৃহে দেশি সিনেমা মুক্তির প্রসঙ্গে স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, “এটাই সেই স্বপ্ন যা এতদিন অবিশ্বাস্য ছিল, অবশেষে বাস্তব হচ্ছে। আমরা একযোগে ১০০ থিয়েটারে বাংলাদেশের সিনেমা মুক্তি দেয়ার মাইলফলক স্পর্শ করছি। এ বছরের শুরুতে আমরা ঘোষণা দিয়ে রেখেছিলাম, ২০২২ এ আমাদের মুক্তি দেয়া প্রতিটি সিনেমা ১০০’র বেশি উত্তর আমেরিকান থিয়েটারে একসঙ্গে মুক্তি পাবে। অবশেষে ‘পাপ পুণ্য’র মাধ্যমে এটি শুরু হচ্ছে। এখন থেকে উত্তর আমেরিকায় বসবাস করা প্রায় সব বাংলাদেশি দর্শক তাদের পাশের AMC, REGAL, CINEMARK বা CINEPLEX থিয়েটারে যেয়ে দেশের সিনেমা উপভোগ করতে পারবেন।”
উল্লেখ্য যে, এর আগে সর্বোচ্চ ১৬টি আন্তর্জাতিক থিয়েটারে একসঙ্গে মুক্তি পেয়েছিল ‘ঊনপঞ্চাশ বাতাস’।