উত্তর আমেরিকার ৮০টি প্রেক্ষাগৃহে “শান”

উত্তর আমেরিকার আশিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে “শান” । ২৪ জুন থেকে সিনেমাটি সেখানে মুক্তি পাবে। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশি সিনেমার বিশ্ব পরিবেশক কানাডাভিত্তিক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব ৷

সিয়াম বলেন, শান ছবির অভূতপূর্ব সাফল্যে আমরা গর্বিত। শুধু শান না, ঈদের সব সিনেমাই এবার দর্শকরা দেখেছেন। দর্শকদের হলে আসার জোয়ার তৈরি হয়েছে। আশা করি আগামীতে আরও ভালো ভালো ছবি নির্মাণে প্রযোজকরা এগিয়ে আসবেন।

পূজা বলেন, ‘পোড়ামন টু’ ও দহনের অনেক দিন পর হলে দর্শকদের দেখলাম। সিয়াম-পুজা জুটিতে তারা বিশ্বাস রেখেছে এজন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা। আশা করি আগামীতে এই ফিল্মম্যান থেকে আরও ভালো ছবির ঘোষণা আসবে।’

বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশি সিনেমার বিশ্ব পরিবেশক কানাডাভিত্তিক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব। এ দিন ‘শান’ উত্তর আমেরিকা পরিবেশনা নিয়ে ছবিটির প্রযোজনা সংস্থা ফিল্মম্যানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রযোজক এম ওয়াহিদুর রহমান এবং ‘স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ’-এর প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন।

 

Leave a Reply

Your email address will not be published.