বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) তালিকাভুক্ত হতে আবেদন করেছেন ছয় হাজারের বেশি শিল্পী।
আধুনিক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, পল্লীগীতি, উচ্চাঙ্গ সংগীত, দলীয় সংগীত, সুরকার ও সংগীত পরিচালক ক্যাটাগরিতে এসব আবেদন জমা পড়েছে।
এসব আবেদনের মধ্যে থেকে অডিশনের মাধ্যমে শিল্পীদের তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে রাষ্ট্রীয় এই টেলিভিশন চ্যানেল।
রামপুরায় বিটিভির ঢাকা কেন্দ্রে অডিশন শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর। প্রাথমিক ও স্ক্রিন টেস্ট পর্বের মাধ্যমে শিল্পীদের চূড়ান্ত করা হবে।
বিটিভি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অডিশনের জন্য প্রার্থীদের মূল আমন্ত্রণপত্রটি সঙ্গে আনতে হবে। গত ২১ অগাস্ট থেকে ডাকযোগে আবেদনকারীদের ঠিকানায় আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে।
এছাড়া টেলিফোন কল ও এসএমএসের মাধ্যমেও প্রার্থীদেরকে অডিশন সম্পর্কিত তথ্য জানিয়ে দেয়া হবে।